ছবি: সংগৃহীত |
করেসপন্ডেন্ট, ঢাকা
নৌপথে পালানোর সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট , ২০২৪) গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাইনুল হাসান।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। একজন ছাত্র ও একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে তাড়াহুড়ো করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দলের নেতা-কর্মীদের না জানিয়ে আকস্মিক দেশ ত্যাগের ফলে শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান।
মন্তব্য করুন: