গাজীপুরের ঝুকিপূর্ণ মারিয়ালি এলাকায় রেজিট্রেশন কমপ্লেক্স |
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরে সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সংশ্লিষ্ট এনআরবিসি ব্যাংকের এজেন্ট শাখার কর্মচারীদের মারধর করে ২৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ আগস্ট, ২০২৪) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মারিয়ালী এলাকায় অবস্থিত সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এনআরবিসি ব্যাংকের একটি এজেন্ট শাখা রয়েছে। দলিল রেজিস্ট্রি ফি বাবদ আদায়ের ২৯ লক্ষাধিক টাকা একটি মাইক্রোবাসে করে ওই শাখার তিন কর্মচারী ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখায় জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। মারিয়ালি প্রাইমারি স্কুলের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে মাইক্রোবাসের গতিরোধ করেন। তারা হকস্টিক দিয়ে গাড়ির গ্লাস ভেঙে মাইক্রোচালক মো. হাবিবের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করেন। পরে কর্মচারীদের মারধর করে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যান। কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই টাকাগুলো বহন করা হচ্ছিল।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে এনআরবিসি ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখার ম্যানেজার মাহমুদুল হক বলেন, ‘হেড অফিসের সঙ্গে পরামর্শ ছাড়া কী ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু বলতে পারবো না’।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ২৯ লাখ টাকার বেশি টাকা ছিল বলে ব্যাংকের লোকজন তাকে জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
গাজীপুর নাগরিক কমিটির কর্মকতা মোতাহার হোসেন বলেন, মারিয়ালি একটি অপরাধ প্রবণ এলাকা। এখানে সাব-রেজিস্ট্রি অফিস স্থাপন করায় জমি ক্রেতা-বিক্রেতাদের নগদ টাকা বহনে আগে থেকেই ঝুকি রয়েছে। এতে জমি ক্রেতা-বিক্রেতাদের মাঝে আতংঙ্ক বাড়বে।
গাজীপুরে সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সংশ্লিষ্ট এনআরবিসি ব্যাংকের এজেন্ট শাখার কর্মচারীদের মারধর করে ২৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ আগস্ট, ২০২৪) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মারিয়ালী এলাকায় অবস্থিত সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এনআরবিসি ব্যাংকের একটি এজেন্ট শাখা রয়েছে। দলিল রেজিস্ট্রি ফি বাবদ আদায়ের ২৯ লক্ষাধিক টাকা একটি মাইক্রোবাসে করে ওই শাখার তিন কর্মচারী ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখায় জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। মারিয়ালি প্রাইমারি স্কুলের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে মাইক্রোবাসের গতিরোধ করেন। তারা হকস্টিক দিয়ে গাড়ির গ্লাস ভেঙে মাইক্রোচালক মো. হাবিবের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করেন। পরে কর্মচারীদের মারধর করে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যান। কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই টাকাগুলো বহন করা হচ্ছিল।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে এনআরবিসি ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখার ম্যানেজার মাহমুদুল হক বলেন, ‘হেড অফিসের সঙ্গে পরামর্শ ছাড়া কী ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু বলতে পারবো না’।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ২৯ লাখ টাকার বেশি টাকা ছিল বলে ব্যাংকের লোকজন তাকে জানিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
গাজীপুর নাগরিক কমিটির কর্মকতা মোতাহার হোসেন বলেন, মারিয়ালি একটি অপরাধ প্রবণ এলাকা। এখানে সাব-রেজিস্ট্রি অফিস স্থাপন করায় জমি ক্রেতা-বিক্রেতাদের নগদ টাকা বহনে আগে থেকেই ঝুকি রয়েছে। এতে জমি ক্রেতা-বিক্রেতাদের মাঝে আতংঙ্ক বাড়বে।
মন্তব্য করুন: