করেসপন্ডেন্ট, ঢাকা
বাংলাদেশে মোবাইল ইন্টারনেট পুরোদমে চালু হতে রবি বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে এসে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ বুধবার (২৪ জুলাই, ২০২৪) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে আজ বুধবার রাতে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে।’ একইসঙ্গে আগামী সপ্তাহের রবি বা সোমবার মোবাইল নেটওয়ার্ক চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা পরিস্থিতি বিশ্লেষণ করতে টেলিকম অপারেটরদের সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বসব। তাদের সঙ্গে বৈঠকের পর আগামী রবি বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু করা হবে।’
গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৯টা নাগাদ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এর আগের দিন বুধবার ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ। ফলে সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গোটা দেশ।
টানা পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার মধ্যরাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। তবে সবাই ইন্টারনেট পাচ্ছেন না। জরুরি সেবা, আর্থিক ও ব্যবসাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাছাইকৃত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে।
বাংলাদেশে মোবাইল ইন্টারনেট পুরোদমে চালু হতে রবি বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে এসে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ বুধবার (২৪ জুলাই, ২০২৪) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে আজ বুধবার রাতে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে।’ একইসঙ্গে আগামী সপ্তাহের রবি বা সোমবার মোবাইল নেটওয়ার্ক চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা পরিস্থিতি বিশ্লেষণ করতে টেলিকম অপারেটরদের সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বসব। তাদের সঙ্গে বৈঠকের পর আগামী রবি বা সোমবার মোবাইল ইন্টারনেট চালু করা হবে।’
গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৯টা নাগাদ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এর আগের দিন বুধবার ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ। ফলে সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গোটা দেশ।
টানা পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার মধ্যরাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। তবে সবাই ইন্টারনেট পাচ্ছেন না। জরুরি সেবা, আর্থিক ও ব্যবসাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে বাছাইকৃত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে।
মন্তব্য করুন: