করেসপন্ডেন্ট, গাজীপুর
ঐতিহ্যবাহী গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২৩-২৪ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন আগে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেন নির্বাহী পরিষদ। এই কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হলেন ডেইলি অবজারভার'র গাজীপুর প্রতিনিধি কাজী মোসাদ্দেক হোসেন এবং কমিশনার বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী ও কোনাবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন।
তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী ২ সেপ্টেম্বর।
এদিন সকাল ৯টা থেকে দুপুর ২ পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হবে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন সাংবাদিকদের জানান, নির্বাচনে মনোনয়নপত্র ও ভোটার তালিকা বিতরণ ১৬ ও ১৭ আগস্ট, মনোনয়নপত্র গ্রহণ ১৯ আগস্ট, যাচাই বাঁছাই ২১ আগস্ট, প্রত্যাহার ২৩ আগস্ট ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৪ আগস্ট।
তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা প্রেসক্লাবের সাংবাদিক ও ভোটারদের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়ে প্রচার প্রচারণা চালাতে পারবেন।
ঐতিহ্যবাহী গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২৩-২৪ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন আগে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেন নির্বাহী পরিষদ। এই কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হলেন ডেইলি অবজারভার'র গাজীপুর প্রতিনিধি কাজী মোসাদ্দেক হোসেন এবং কমিশনার বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী ও কোনাবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন।
তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী ২ সেপ্টেম্বর।
এদিন সকাল ৯টা থেকে দুপুর ২ পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হবে।
প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন সাংবাদিকদের জানান, নির্বাচনে মনোনয়নপত্র ও ভোটার তালিকা বিতরণ ১৬ ও ১৭ আগস্ট, মনোনয়নপত্র গ্রহণ ১৯ আগস্ট, যাচাই বাঁছাই ২১ আগস্ট, প্রত্যাহার ২৩ আগস্ট ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৪ আগস্ট।
তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা প্রেসক্লাবের সাংবাদিক ও ভোটারদের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়ে প্রচার প্রচারণা চালাতে পারবেন।
মন্তব্য করুন: