করেসপন্ডেন্ট, গাজীপুর
কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরের শ্রীপুরে এক পোশাকশ্রমিক (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় আরো এক আসামি পলাতক রয়েছেন।
এর আগে সোমবার (১৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নে হত্যার হুমকি দিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো—কাওরাইদ ইউনিয়নের দেলোয়ার হোসেন (২৩) ও ইমন (২২)। ঘটনার পর তাদের অপর সহযোগী উজ্জ্বল (২৫) পালিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে শ্রীপুর থানায় মামলা করেন ওই নারী।
মামলার এজাহারের বরাত দিয়ে শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মো. নাসিম বলেন, ‘ওই নারী ভালুকা উপজেলায় পোশাক কারখানায় চাকরি করেন। সোমবার কারখানা ছুটি হওয়ার পর সহকর্মীর সঙ্গে কাওরাইদ ইউনিয়নের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দেলোয়ার, ইমন ও উজ্জ্বল সহকর্মীকে মারধর করে ওই নারীকে তুলে নিয়ে যায়। পরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে তারা।’
ওসি আরও বলেন, ‘খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের অপর সহযোগী পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরের শ্রীপুরে এক পোশাকশ্রমিক (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় আরো এক আসামি পলাতক রয়েছেন।
এর আগে সোমবার (১৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নে হত্যার হুমকি দিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলো—কাওরাইদ ইউনিয়নের দেলোয়ার হোসেন (২৩) ও ইমন (২২)। ঘটনার পর তাদের অপর সহযোগী উজ্জ্বল (২৫) পালিয়ে গেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে শ্রীপুর থানায় মামলা করেন ওই নারী।
মামলার এজাহারের বরাত দিয়ে শ্রীপুর মডেল থানার ওসি আবুল ফজল মো. নাসিম বলেন, ‘ওই নারী ভালুকা উপজেলায় পোশাক কারখানায় চাকরি করেন। সোমবার কারখানা ছুটি হওয়ার পর সহকর্মীর সঙ্গে কাওরাইদ ইউনিয়নের বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দেলোয়ার, ইমন ও উজ্জ্বল সহকর্মীকে মারধর করে ওই নারীকে তুলে নিয়ে যায়। পরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে তারা।’
ওসি আরও বলেন, ‘খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের অপর সহযোগী পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মন্তব্য করুন: