করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়েছে। রথটানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথ মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে দেন- গাজীপুর মহানগর উপ-পুলিশ কমিশনার আবু তোরাব শামসুর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার, গাজীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী ।
আ ক ম মোজাম্মেল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার অর্থাৎ সব মানুষের ধর্মীয় স্বাধীনতা থাকবে যাকে বলে ধর্ম নিরপেক্ষতা। ৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা এটা ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছে। খুনী মোশতাক, জিয়া ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে ধর্মভিত্তিক রাষ্ট্রের গোড়াপত্তন করেন। দীর্ঘ দিন লড়াই সংগ্রামের পর আজকের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আবার অসাম্প্রদায়িক চেতনায় দেশ পরিচালিত হচ্ছে। রাষ্ট্রীয় মূলনীতির অন্যতম ধর্মনিরপেক্ষতা সংবিধানে সন্নিবেশিত হয়েছে।
সভা শেষে প্রধান অতিথি, রথ সংশ্লিষ্ট ও হাজারও পূণ্যার্থী নিয়ে রথে টান দিয়ে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন।
এর আগে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছেন। আগামী বুধবার উল্টো রথযাত্রায় মাণিক্যমাধবের নিজ বাড়ি ফেরার মধ্য দিয়ে শেষ হবে এ রথযাত্রা।
রথযাত্রা উপলক্ষে মেলায় শিশুদের মনোরঞ্জনের জন্য নানা রকমের পসরা নিয়ে বসেছে দোকানিরা। বসেছে হরেক রকম পণ্যের স্টল। দেড়শ বছর আগে গাজীপুরের ভাওয়াল রাজারা এই মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন করেন।
গাজীপুরে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলা মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়েছে। রথটানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রথযাত্রা ও রথ মেলার উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে দেন- গাজীপুর মহানগর উপ-পুলিশ কমিশনার আবু তোরাব শামসুর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার, গাজীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী ।
আ ক ম মোজাম্মেল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার অর্থাৎ সব মানুষের ধর্মীয় স্বাধীনতা থাকবে যাকে বলে ধর্ম নিরপেক্ষতা। ৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা এটা ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছে। খুনী মোশতাক, জিয়া ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে ধর্মভিত্তিক রাষ্ট্রের গোড়াপত্তন করেন। দীর্ঘ দিন লড়াই সংগ্রামের পর আজকের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আবার অসাম্প্রদায়িক চেতনায় দেশ পরিচালিত হচ্ছে। রাষ্ট্রীয় মূলনীতির অন্যতম ধর্মনিরপেক্ষতা সংবিধানে সন্নিবেশিত হয়েছে।
সভা শেষে প্রধান অতিথি, রথ সংশ্লিষ্ট ও হাজারও পূণ্যার্থী নিয়ে রথে টান দিয়ে রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করেন।
এর আগে পালকি সহযোগে দেবতা মাণিক্য মাধবকে রথে অধিষ্ঠান করা হয়। রথ টানের মধ্য দিয়ে মাণিক্য মাধব নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছেন। আগামী বুধবার উল্টো রথযাত্রায় মাণিক্যমাধবের নিজ বাড়ি ফেরার মধ্য দিয়ে শেষ হবে এ রথযাত্রা।
রথযাত্রা উপলক্ষে মেলায় শিশুদের মনোরঞ্জনের জন্য নানা রকমের পসরা নিয়ে বসেছে দোকানিরা। বসেছে হরেক রকম পণ্যের স্টল। দেড়শ বছর আগে গাজীপুরের ভাওয়াল রাজারা এই মাণিক্য মাধবের রথযাত্রা ও রথমেলার প্রচলন করেন।
মন্তব্য করুন: