করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর ওসমান গণি লিটনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একটি মারামারি মামলায় হাজিরা দিতে গেলে আজ রোববার আদালত জামিন নামঞ্জুর করে লিটনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসমান গণি লিটন গাজীপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এলাকাবাসী ও কাউন্সিলরের পরিবারের সদস্যরা জানান, গত ২১ মার্চ সন্ধ্যায় মাদবপুর এলাকায় একটি সড়ক সম্প্রসারণের কাজ করতে গিয়ে কাউন্সিলর ওসমান গণি লিটন বাড়ি না ভাঙার শর্তে মো. শওকত হোসেন নামের এক বাড়িওয়ালার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে ওসমান গণি লিটন ক্ষিপ্ত হয়ে ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।
এ ঘটনায় শওকত হোসেন বাদী হয়ে কাশিমপুর থানায় কাউন্সিলর ওসমান গণি লিটনকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
চাঁদা দাবি ও তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় কাউন্সিলর লিটন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ রোববার গাজীপুরের নিম্ন আদালতে হাজিরা দেন লিটন। পরে তিনি জামিনের আবেদন করলে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর ওসমান গণি লিটনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একটি মারামারি মামলায় হাজিরা দিতে গেলে আজ রোববার আদালত জামিন নামঞ্জুর করে লিটনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসমান গণি লিটন গাজীপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এলাকাবাসী ও কাউন্সিলরের পরিবারের সদস্যরা জানান, গত ২১ মার্চ সন্ধ্যায় মাদবপুর এলাকায় একটি সড়ক সম্প্রসারণের কাজ করতে গিয়ে কাউন্সিলর ওসমান গণি লিটন বাড়ি না ভাঙার শর্তে মো. শওকত হোসেন নামের এক বাড়িওয়ালার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না পেয়ে ওসমান গণি লিটন ক্ষিপ্ত হয়ে ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।
এ ঘটনায় শওকত হোসেন বাদী হয়ে কাশিমপুর থানায় কাউন্সিলর ওসমান গণি লিটনকে প্রধান আসামি করে ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
চাঁদা দাবি ও তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় কাউন্সিলর লিটন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ রোববার গাজীপুরের নিম্ন আদালতে হাজিরা দেন লিটন। পরে তিনি জামিনের আবেদন করলে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মন্তব্য করুন: