অনলাইন ডেস্ক
চিলিতে মানুষের শরীরে প্রথম ‘বার্ড ফ্লু’ শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বুধবার এমনটাই জানিয়েছে। রোগীর সংস্পর্শে আসা অন্যদের পাশাপাশি সংক্রমণের উৎস নিয়ে তদন্ত করছে দেশটির সরকার।
মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি বিবৃতি অনুসারে, ৫৩ বছর বয়সী এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লু ধরা পড়ে। ওই সময় তার মধ্যে গুরুতর ইনফ্লুয়েঞ্জার লক্ষণগুলো দেখা দিয়েছিল। তবে রোগীর অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চিলিতে গত বছরের শেষের দিক থেকে বন্য প্রাণীদের মধ্যে ‘এইচ৫এন১’ বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা ঘটে। শিল্প খামারের সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দেশটির সরকার পোল্ট্রি রপ্তানি বন্ধ করে দিয়েছে। আর্জেন্টিনায়ও কিছু পোল্ট্রি খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। তবে পোল্ট্রি বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক ব্রাজিল সংক্রমণ থেকে এখন পর্যন্ত মুক্ত আছে।
সূত্র : রয়টার্স
চিলিতে মানুষের শরীরে প্রথম ‘বার্ড ফ্লু’ শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বুধবার এমনটাই জানিয়েছে। রোগীর সংস্পর্শে আসা অন্যদের পাশাপাশি সংক্রমণের উৎস নিয়ে তদন্ত করছে দেশটির সরকার।
মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি বিবৃতি অনুসারে, ৫৩ বছর বয়সী এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লু ধরা পড়ে। ওই সময় তার মধ্যে গুরুতর ইনফ্লুয়েঞ্জার লক্ষণগুলো দেখা দিয়েছিল। তবে রোগীর অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চিলিতে গত বছরের শেষের দিক থেকে বন্য প্রাণীদের মধ্যে ‘এইচ৫এন১’ বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা ঘটে। শিল্প খামারের সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দেশটির সরকার পোল্ট্রি রপ্তানি বন্ধ করে দিয়েছে। আর্জেন্টিনায়ও কিছু পোল্ট্রি খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। তবে পোল্ট্রি বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক ব্রাজিল সংক্রমণ থেকে এখন পর্যন্ত মুক্ত আছে।
সূত্র : রয়টার্স
মন্তব্য করুন: