করেসপন্ডেন্ট, কক্সবাজার
গাজীপুর জেলার কম্পিউটার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন গাজীপুর কম্পিউটার সমিতি `সমুদ্র বিলাস ২০২৩' উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের সদস্যরা গত বৃহস্পতিবার রাতে জয়দেবপুর শিববাড়ি থেকে রিজার্ভ বাসযোগে যাত্রা শুরু করে। সংগঠনের প্রায় অর্ধশত সদস্য মাঝপথে যাত্রা বিরতি দিয়ে পরদিন শুক্রবার কক্সবাজার গিয়ে পৌঁছায়। পূর্ব নির্ধারিত বুকিং করা হোটেল 'কোরাল বীফ'-এ অবস্থান নিয়ে দুপুরের লাঞ্চ এবং রাতের খাবার গ্রহণ করেন।
শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী বিচে অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। প্রতিযোগিতা মধ্যে একাধিক গ্রুপে বিভক্ত হয়ে ফুটবল, ক্রিকেট, সতিনের ছেলে এবং পাতিল ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়েছে। পর বিচ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গাজীপুর কম্পিউটার সমিতির পক্ষ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সমুদ্র সৈকতে সম্প্রতি ভেসে আসা প্লাস্টিকজাত বর্জ্য অপসারণের অংশহিসেবে সচেতনতামূলক এই কার্যক্রম করা হয়েছে। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে পড়ে থাকা বর্জ্যগুলো অপসারণ করা হচ্ছে।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়া কম্পিউটার সমিতির সদস্য ও গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাহিম সরকার বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত জীববৈচিত্রের অপার সম্পদ, তাই জনগণকে অসচেতন কারতে এখানকার পরিবেশ প্রকৃতি রক্ষা করতে এই ক্ষুদ্র প্রয়াস। সচেতন নাগরিক হিসেবে বিচ এলাকা কে পরিস্কার ও পরিচ্ছন্ন রাখা আমাদের আমাদের দায়িত্ব।
কয়েক ঘণ্টার জন্য হলেও বোতল, চিপসের প্যাকেট পরিষ্কার করার সময় এ কার্যক্রম পরিচালনাসহ গাজীপুর কম্পিউটার সমিতির সভাপতি মাসুদ সরকার এবং সাধারণ সম্পাদক জিয়ারত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদের নেতৃত্বে সমিতির ৪৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
পরে খেলাধুলায় অংশ গ্রহণকারী এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সহযোগিতা করেন সমিতির সদস্যসহ, স্মার্ট টেকনোলজি বিডি, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, গোল্ডেন ট্রেড লিমিটেড সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন: