নাজমুল হাসান |
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর জঙ্গল থেকে স্কুলছাত্র নাজমুল হাসানের (১৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জয়দেবপুর থানা পুলিশ রাজেন্দ্রপুর এলাকার গভীর গজারি বন থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে। রবিবার (৬ নভেম্বর) খবর পেয়ে জয়দেবপুর থানায় গিয়ে স্বজনেরা ওই ছাত্রের ছবি দেখে লাশ শনাক্ত করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল হাসান উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের কালু মিয়ার ছেলে। সে স্থানীয় জৈনা বাজার এলাকায় আরিফ মডেল একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার (২ নভেম্বর) বিকালে নিজ বাড়ি থেকে ওষুধ কেনার জন্য বাজারে গিয়ে আর ফেরেনি।
নিহতের চাচাতো ভাই মামুন মিয়া বলেন, গত ২ নভেম্বর সন্ধ্যার দিকে বাড়ি থেকে ওষুধ কিনার কথা বলে পাশের জৈনা বাজারে যাওয়ার কথা বলে। এরপর গভীর রাত হলেও সম্ভব সকল আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি। এ বিষয়ে গত ৩ অক্টোবর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
তিনি আরও বলেন, নিখোঁজের একদিন পর থেকে কয়েকটি অচেনা নম্বর থেকে ফোন করে টাকা দাবি করে। গত শনিবার সন্ধ্যার দিকে একটি ফেসবুক আইডিতে দেখতে পাই আমার ভাইয়ের ছবি। এরপর আজ রোববার সকালে এসে হাসপাতালের মর্গে মরদেহ দেখতে পাই। তার মরদেহ রাজেন্দ্রপুর জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে বলে পুলিশ জানিয়েছেন। আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। আমাদের শত্রুরা তাকে তুলে এনে মেরে ফেলেছে। ময়নাতদন্ত রিপোর্টে বিস্তারিত বের হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ওসি জিয়াউল হক বলেন, বৃহস্পতিবার (৩ নভেম্বর) নিখোঁজ নাজমুল হাসানের ভাই মামুন মিয়া শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি মোবাইল নম্বর নাজমুল হাসানের পরিবারের কাছে টাকা দাবি করে। ওই মোবাইল নম্বরের অবস্থান ঝিনাইদহে দেখা যায়। এ সময়ের মধ্যে জিএমপি সদর থানা পুলিশ নিখোঁজ ওই ছাত্রের লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, শনিবার (৫ নভেম্বর) দুপুরে রাজেন্দ্রপুরের গভীর গজারি বন থেকে অজ্ঞাত কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের পর নিহতের স্বজনেরা গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিয়ে গেছে।
মন্তব্য করুন: