
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর মহানগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্রমিক বসতির অন্তত দুইশ ঘর পুড়ে গেছে।
জয়দেবপুর অগ্নিসেবার জ্যেষ্ঠ ঘাটি কর্মকর্তা মো. তাশাররফ হোসেন জানান, ভোগড়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিসেবা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ইউরো জিন্স নামক পোষাক কারখানার শ্রমিক আশিকুর রহমান জানান, ভোগড়া দক্ষিণপাড়া (পেয়ারা বাগানের পাশে) এলাকায় লেহাজ উদ্দিনের মালিকানাধীন পাশাপাশি তিনটি বসতিতে টিনের ছাউনি দেওয়া ছোট ছোট বহু ঘর রয়েছে। উত্তর দিকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের ঘরগুলিতে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, এলাকার লোকজন স্থানীয় অগ্নিসেবায় খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনে ‘দেড় শতাধিক’ ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে।
জয়দেবপুর অগ্নিসেবার জ্যেষ্ঠ ঘাটি কর্মকর্তা মো. তাশাররফ হোসেন জানান, আগুনের খবর পেয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে জয়দেবপুর অগ্নিসেবা ঘাটি থেকে তিনটি ও টঙ্গী অগ্নিসেবা ঘাটি থেকে দুটি দলের কর্মীরা বের হন। ঘটনাস্থলে পৌঁছে তারা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি জানান, আগুনে তিন সারিতে থাকা বাড়িগুলোর অসংখ্য টিনের ছাউনি দেওয়া ঘর পুড়েছে। তাৎক্ষণিকভাবে ঘরের সংখ্যা, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। বিস্তারিত পরে জানা যাবে।
আগুনে কোনো হতাহতের খবরও তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের সময় প্রচুর কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। আতঙ্কে আশপাশের বাড়ির লোকজন বাড়ি ফেলে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। আগুনে ‘দুই শতাধিক’ ঘর ও মালামাল পুড়ে গেছে। শুক্রবার ছুটির দিন থাকায় প্রায় সব শ্রমিকরাই বাসায় ছিলেন। হুড়োহুড়ি করে বের হতে গিয়ে বেশ কয়েকজন ভাড়াটিয়া আহত হয়েছেন।
ঘটনাস্থলে অগ্নিসেবার গাড়ি যাওয়ার পর্যাপ্ত রাস্তা না থাকায় আগুন নেভাতে অগ্নিসেবা কর্মীদের বেগ পেতে হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন: