করেসপন্ডেন্ট, গাজীপুর
দুর্নীতি দমন কমিশণের মহাপরিচালক মো. জাকির হোসেন বলেছেন, দুর্নীতি প্রতিরোধ ও দমনের কাজ দুর্নীতি দমন কমিশণের (দুদক) একার পক্ষে সম্ভব নয়। সকলের আন্তরিক সহযোগিতা পেলেই আমরা সাফল্যমন্ডিত হবো। তিনি দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে যার যার পরিবার ও অবস্থান থেকেই কাজ করার আহ্বান জানিয়েছেন। পরিবারে কারো স্ত্রী বা সন্তানরা যদি দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করেন, দুর্নীতিকে ঘৃণা করেন তবে পরিবার ও সমাজে সিংহভাগ দুর্নীতি কমে যাবে।
রোববার বিকেলে গাজীপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দুদক মহাপরিচালক এসব কথা বলেন। এর আগে তিনি জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন কওে এবং বেলুন উড়িয়ে ভাওয়াল রাজ দীঘির পশ্চিমপাশে অবস্থিত ভাড়া ভবনে নতুন ওই কার্যালয়ের উদ্বোধন করেন। পরে তিনি গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় যোগ দেন। গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন দুদক পরিচালক মো. সফিকুর রহমান ভূঁইয়া। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার এসএম সফিউল্লাহ, দুদক গাজীপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার, জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. আনোয়ারুল করিম, গাজীপুর জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এমএ বারী, সাধারণ সম্পাদক মুকুল কুমার মল্লিক, নরসিংদী জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. বশিরুল ইসলাম, দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, দৈনিক জনতার জেলা প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার প্রমূখ।
উল্লেখ্য, দুদকের কার্যালয়গুলোর মধ্যে গাজীপুরের কার্যালয়টি জয়দেবপুর ও নরসিংদী সমন্বিত জেলা কার্যালয় হিসেবে কাজ করবে। সংস্থাটি আশা করছে, নতুন এ কার্যালয়টি দুর্নীতি দমন ও প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করবে।
মন্তব্য করুন: