
করেসপন্ডেন্ট, গাজীপুর
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এম পি‘র নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল জেনেভা সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ১১০ তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ।
প্রতিনিধি দলের সদস্য মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য সামসুন নাহার এমপি জানান, আগামী ২৭মে থেকে ১৩ জুন পর্যন্ত জেনেভা সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ১১০ তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়য়ের প্রতিমন্ত্রীর নেতৃত্বে সচিব, ট্রেড ইউনিয়ন, বিজিএমইএ, বিকেএমইএ, ডল ও ডাইফ’র কর্মকর্তাসহ প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহন করবেন।
মন্তব্য করুন: