অনলাইন ডেস্ক
দেশের ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর, ২০২৪) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) ২৫ জেলায় নতুন ডিসি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এ নিয়ে বিভিন্ন জেলায় নতুন নিয়োগ পাওয়া ডিসির মোট সংখ্যা দাঁড়াল ৫৯-এ।
নতুন নিয়োগ পাওয়া ৩৪ ডিসির মধ্যে ১৬ জন ২৪তম প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এছাড়া, বাকি চার জেলায়ও শিগগিরই নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে।
বিএনপি সরকারের সময় ২৪তম বিসিএস ব্যাচের নিয়োগ হওয়ায় গত সরকারের সময় এই ব্যাচের অনেকেরই ভালো পদায়ন হয়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ব্যাচের দুই ডজন কর্মকর্তাকে ডিসির পদ থেকে প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, গত ২০ আগস্ট, ২০২৪ এসব জেলার ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছিল। ওইসব জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকরা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন।
এদিকে একদিনের ব্যবধানে সিলেটের ডিসি নিয়োগের সিদ্ধান্ত পরিবর্তন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিমকে সিলেটের ডিসি পদে নিয়োগ দেওয়ার আদেশ বাতিল করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদকে সিলেটের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন: