গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। |
করেসপন্ডেন্ট, গাজীপুর
কোটা আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (০৪ আগস্ট, ২০২৪) বিকেলে বিক্ষোভ মিছিলসহকারে আন্দোলনকারীরা শহরের রাজবাড়ী রোডে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের শিববাড়ী এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে আন্দোলনকারীরা জড়ো হয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের বুঝিয়ে শিববাড়ী এলাকার দিকে সরিয়ে দেয়। এ ঘটনার পর শহরের থম থমে অবস্থা বিরাজ করছে।
কোটা আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে গাজীপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (০৪ আগস্ট, ২০২৪) বিকেলে বিক্ষোভ মিছিলসহকারে আন্দোলনকারীরা শহরের রাজবাড়ী রোডে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের শিববাড়ী এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পরে আন্দোলনকারীরা জড়ো হয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের বুঝিয়ে শিববাড়ী এলাকার দিকে সরিয়ে দেয়। এ ঘটনার পর শহরের থম থমে অবস্থা বিরাজ করছে।
এদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দ্রা-ত্রিমোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম জানান।
মন্তব্য করুন: