আইনমন্ত্রী আনিসুল হক |
করেসপন্ডেন্ট, ঢাকা
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছয়জন নিহত হওয়ার ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে গত ২১ জুলাই পর্যন্ত সংঘটিত প্রাণহানিসহ সব ঘটনা তদন্ত করতে বলেছে সরকার। এজন্য একটি প্রজ্ঞাপন জারি করে তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার (৩০ জুলাই, ২০২৪) দুপুর সোয়া তিনটা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রীসহ তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ছয়জনের প্রাণহানির ঘটনা তদন্তে এক সদস্যের যে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে, তার টার্মস অব রেফারেন্স (টিওআর) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, সংশোধিত টিওআর অনুযায়ী এই কমিটি গত ২১ জুলাই পর্যন্ত সংঘটিত সকল ঘটনা তদন্ত করতে পারবে। কমিটির পরিসরও বড় করা হয়েছে। এখন কমিটিতে সদস্য রয়েছেন একজন। এটি বাড়িয়ে খুব শিগগিরই তিনজন করা হবে। এ বিষয়ে কাজ চলছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আমি দুপুরে কথা বলেছি। এই সভায় এ বিষয়ে কোন আলোচনা হয়নি।
কোটাবিরোধী আন্দোলনে গত ১৬ জুলাই সারাদেশে ছয়জনের প্রাণহানির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এসব ঘটনা তদন্তে ১৮ এক সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সরকার।
ওই কমিটির প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হলো।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এ কমিশনের একমাত্র সদস্য। 'দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬' এই আইনের তিন ধারা অনুযায়ী কমিশনটি গঠন করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছয়জন নিহত হওয়ার ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে গত ২১ জুলাই পর্যন্ত সংঘটিত প্রাণহানিসহ সব ঘটনা তদন্ত করতে বলেছে সরকার। এজন্য একটি প্রজ্ঞাপন জারি করে তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার (৩০ জুলাই, ২০২৪) দুপুর সোয়া তিনটা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রীসহ তিন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ছয়জনের প্রাণহানির ঘটনা তদন্তে এক সদস্যের যে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে, তার টার্মস অব রেফারেন্স (টিওআর) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, সংশোধিত টিওআর অনুযায়ী এই কমিটি গত ২১ জুলাই পর্যন্ত সংঘটিত সকল ঘটনা তদন্ত করতে পারবে। কমিটির পরিসরও বড় করা হয়েছে। এখন কমিটিতে সদস্য রয়েছেন একজন। এটি বাড়িয়ে খুব শিগগিরই তিনজন করা হবে। এ বিষয়ে কাজ চলছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আমি দুপুরে কথা বলেছি। এই সভায় এ বিষয়ে কোন আলোচনা হয়নি।
কোটাবিরোধী আন্দোলনে গত ১৬ জুলাই সারাদেশে ছয়জনের প্রাণহানির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর এসব ঘটনা তদন্তে ১৮ এক সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সরকার।
ওই কমিটির প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তদন্তের জন্য এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হলো।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এ কমিশনের একমাত্র সদস্য। 'দ্য কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬' এই আইনের তিন ধারা অনুযায়ী কমিশনটি গঠন করা হয়েছে।
মন্তব্য করুন: