করেসপন্ডেন্ট, গাজীপুর
ডেঙ্গু রোগ প্রতিরোধে গাজীপুর সিটির বিভিন্ন এলাকায় বাসা ও অফিসে অভিযান চালাবে সিটি করপোরেশন, কোথাও লার্ভা পাওয়া গেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
বুধবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ক মতবিনিময় সভায় একথা জানান সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
তিনি বলেন, “সিটি করপোরেশন এলাকার সরকারি কিংবা বেসরকারি অফিস যেখানেই এডিস মশার লার্ভা কিংবা অস্তিত্ব পাওয়া যাবে সেখানেই সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে উল্লেখ করে ভারপ্রাপ্ত মেয়র বলেন, “আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু ও চিকুনগুনিয়া জীবানুবাহী মশা নিধনে এরই মধ্যে সপ্তাহব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করেছি।”
মশা নিধনে ২০ হাজার লিটার কীটনাশক, ২২৪টি হ্যান্ড স্প্রে মেশিন, ১২৭টি ফগার মেশিন এবং ১৫ হাজার লিটার মশা নিধনের ওষুধ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
লোকবলের সংকটের কথা জানিয়ে ভারপ্রাপ্ত মেয়র বলেন, “সংকটের মাঝেও আমরা সকল কাজ করে যাচ্ছি। প্রতিটি ওয়ার্ডে বেসরকারিভাবে ময়লা সংগ্রহের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া আছে। এ ক্ষেত্রে কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
নাগরবাসীকে ঘর-বাড়ি, অফিস ও এর আশপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানিয়েছেন কিরণ।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. শাহীন, গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. জিসানুল হক, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল ও নুরুল ইসলাম নুরু।
ডেঙ্গু রোগ প্রতিরোধে গাজীপুর সিটির বিভিন্ন এলাকায় বাসা ও অফিসে অভিযান চালাবে সিটি করপোরেশন, কোথাও লার্ভা পাওয়া গেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
বুধবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ক মতবিনিময় সভায় একথা জানান সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
তিনি বলেন, “সিটি করপোরেশন এলাকার সরকারি কিংবা বেসরকারি অফিস যেখানেই এডিস মশার লার্ভা কিংবা অস্তিত্ব পাওয়া যাবে সেখানেই সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে উল্লেখ করে ভারপ্রাপ্ত মেয়র বলেন, “আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু ও চিকুনগুনিয়া জীবানুবাহী মশা নিধনে এরই মধ্যে সপ্তাহব্যাপী সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করেছি।”
মশা নিধনে ২০ হাজার লিটার কীটনাশক, ২২৪টি হ্যান্ড স্প্রে মেশিন, ১২৭টি ফগার মেশিন এবং ১৫ হাজার লিটার মশা নিধনের ওষুধ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
লোকবলের সংকটের কথা জানিয়ে ভারপ্রাপ্ত মেয়র বলেন, “সংকটের মাঝেও আমরা সকল কাজ করে যাচ্ছি। প্রতিটি ওয়ার্ডে বেসরকারিভাবে ময়লা সংগ্রহের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া আছে। এ ক্ষেত্রে কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
নাগরবাসীকে ঘর-বাড়ি, অফিস ও এর আশপাশের এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানিয়েছেন কিরণ।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. শাহীন, গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. জিসানুল হক, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল ও নুরুল ইসলাম নুরু।
গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত ৫৫ রোগী হাসপাতালে ভর্তি
গাজীপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৫৫ জন; আর এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৮৮ জন।টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগী বাড়ছে। বুধবার পর্যন্ত ৩৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে পুরুষ ২২ জন এবং নারী ১১ জন। ১১ জুলাই পর্যন্ত এ হাসপাতালে ৪৬ জন চিকিৎসা নিয়েছেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, এ হাসপাতালে মোট ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও তিনজন নারী। চলতি মাসে মোট ৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।
মন্তব্য করুন: