করেসপন্ডেন্ট, গাজীপুর
শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, স্বাধীনতার মূল্য যদি রক্ত দিয়ে শোধ করতে হয়, তাহলে বাংলাদেশের চেয়ে বেশি মূল্য দিয়ে আর কোনো দেশ স্বাধীনতা কেনেনি। সেই দেশের সন্তান তোমরা। তোমাদের ধৈর্যহারা হওয়া যাবে না, ঠান্ডা থাকতে হবে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আজ রোববার গাজীপুর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিজ্ঞান মেলায় স্কুলশিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, স্বাধীনতার মূল্য যদি রক্ত দিয়ে শোধ করতে হয়, তাহলে বাংলাদেশের চেয়ে বেশি মূল্য দিয়ে আর কোনো দেশ স্বাধীনতা কেনেনি। সেই দেশের সন্তান তোমরা। তোমাদের ধৈর্যহারা হওয়া যাবে না, ঠান্ডা থাকতে হবে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আজ রোববার গাজীপুর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিজ্ঞান মেলায় স্কুলশিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে ড. ইকবাল বলেন, ‘ধৈর্য হারানো অন্যায়। কী পরিমাণ কষ্ট করে যে মানুষ বাংলাদেশ পেয়েছে! পাকিস্তানিরা এ দেশের ৩০ লাখ মানুষকে মেরে ফেলেছে। এক কোটি মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তিন কোটি মানুষ দেশের ভেতরেই এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়িয়েছে। খাওয়া নেই, থাকার জায়গা নেই। তখনও মানুষ ধৈর্যহারা হয়নি। ধৈর্য ছিল বলেই আমরা আমাদের দেশটা পেয়েছি। যখন তোমাদের ধৈর্য চলে যাবে, তখন চিন্তা করবে এই দেশের জন্য মানুষ কত কষ্ট করেছে।’
এ সময় শিক্ষার্থীদের কোনো কিছু মুখস্থ না করে বিশ্লেষণ ও অনুধাবনের আহ্বান জানান তিনি।
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে ড. ইকবাল শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন।
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে ড. ইকবাল শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন।
মন্তব্য করুন: