![]()  | 
| আবু সাঈদ ওরফে চাঁদ | 
করেসপন্ডেন্ট, গাজীপুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়ে সরকার উৎখাতের প্রচেষ্টার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৩১ মে ২০২৩) গণফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাদী হয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, গাজীপুরে এ মামলাটি দায়ের করেন।
গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কায়সারুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
সিআর মামলা নম্বর ৫৬৪/২০২৩
অভিযোগে বলা হয়, গত ১৯ মে বিকেল ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির এক সমাবেশে আবু সাইদ বক্তব্য দেওয়ার সময় প্রকাশ্যে বর্তমান প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার, তাই করা হবে’ বলে হুমকি দেন। পরে এ সংক্রান্ত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা প্রধানমন্ত্রীর জন্য মানহানিকর, কুরুচিপূর্ণ এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি।
এ ধরনের হুমকি দেওয়ায় বাদী সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়ে ১শ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।
বাদীর আইনজীবী নূরনবী সরদার বলেন, গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কায়সারুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিয়ে সরকার উৎখাতের প্রচেষ্টার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৩১ মে ২০২৩) গণফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাদী হয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, গাজীপুরে এ মামলাটি দায়ের করেন।
গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কায়সারুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
সিআর মামলা নম্বর ৫৬৪/২০২৩
অভিযোগে বলা হয়, গত ১৯ মে বিকেল ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির এক সমাবেশে আবু সাইদ বক্তব্য দেওয়ার সময় প্রকাশ্যে বর্তমান প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার, তাই করা হবে’ বলে হুমকি দেন। পরে এ সংক্রান্ত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা প্রধানমন্ত্রীর জন্য মানহানিকর, কুরুচিপূর্ণ এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি।
এ ধরনের হুমকি দেওয়ায় বাদী সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়ে ১শ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।
বাদীর আইনজীবী নূরনবী সরদার বলেন, গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কায়সারুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

							    
							    
							    
							    
মন্তব্য করুন: