
করেসপন্ডেন্ট, গাজীপুর
সাংবাদিক হিসেবে পরিচয়দানকারী প্রতারক আব্দুল ওহাব রিংকু (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বালিখাঁ গ্রামের মৃত উমেদ আলীর ছেলে।
আব্দুল ওহাব রিংকু নলজানির (জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা রোডের) আমান্তা টাওয়ারে গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাব নামে একটি অফিস খুলে দীর্ঘ দিন যাবৎ সাংবাদিক পরিচয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে আসছে বলে একাধিক সূত্রে জানা গেছে। আব্দুল ওহাব রিংকু নিজেকে ওই প্রেসক্লাবের সভাপতি হিসেবে পরিচয় দিয়ে থাকে।
আব্দুল ওহাব রিংকুর নামে কালিয়াকৈর থানার একটি চাঁদাবাজির মামলা ও ঢাকার একটি অর্থঋণ খেলাপির মামলা মামলার ওয়ান্টে রয়েছে। কালিয়াকৈর থানার চাঁদাবাজি মামলায় কোনাবাড়ি থানার পুলিশ আব্দুল ওহাব রিংকুকে গাজীপুরের বাসন এলাকা থেকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ ইমতিয়াজ জানান, রিংকুর নামে দুইটি মামলা রয়েছে একটি কালিয়াকৈর থানার চাঁদাবাজি অপরটি ঢাকার অর্থঋণ খেলাপি মামলা। ময়মনসিংহ তারাকান্দা থানা থেকে তাঁকে গ্রেফতারের জন্য কোনাবাড়ি থানায় রিকুইজিশন পাঠানো হয়। সেই রিকুইজিশন অনুযায়ী বাসন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এলাকাবাসির অভিযোগ, দীর্ঘ দিন ধরে নিজেকে বড় মাপের সাংবাদিক, কখনো গাজীপুর প্রেসক্লাবের সভাপতি, কখনো জাতীয় প্রেসক্লাবের সদস্য, আবার কখনো নিজেকে গ্যাস অফিসের লোক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে চাঁদাবাজিসহ নানা রকম প্রতারণা করে আসছে।
অবৈধ গ্যাস সংযোগ টার্গেট করে প্রতারক আব্দুল ওহাব রিংকু বাড়ির মালিকদের কাছ থেকে চাঁদাবাজি করতো। তাকে চাঁদা না দিলেই গ্যাস অফিসের লোকজন ডেকে এনে বাড়ির মালিকদের ভয় দেখাতো।
মন্তব্য করুন: