
মো. মোরশেদ আলম, স্টাফ করেসপন্ডেন্ট
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ ৬ মাদকব্যসায়ীকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানা পুলিশ। সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাতে দক্ষিণ হরিনাচলা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, নিশিকান্ত সাহা (৪৮), এমারুল হক (৩১), মানিক মিয়া (৪৮),পারভেজ (২৬),মাসুদ রানা (২২), জাহাঙ্গীর আলম (৪৫)।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী দক্ষিণ হরিনাচলা এলাকায় গাঁজাসহ অবস্থান করছেন এমন সংবাদর ভিত্তিতে অভিযান পরিচালনা করেন (ওসি) আবু সিদ্দিক ও এসআই তাপস ও সঙ্গীয় কয়েকজন ফোর্স। পরে তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন: