
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর জেলা নদী রক্ষা কমিটি ও পরিবেশ ও বন কমিটি এবং পরিবেশগত সংকটাপন্ন এলাকা সংরক্ষিত কমিটির এক বিশেষ সভা সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নদী রক্ষা কমিশন ও গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক খ. ম কবিরুল ইসলাম, চেয়ারম্যানের একান্ত সচিব মু. বিল্লাল হোসেন খান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার, সাংবাদিক মুকুল কুমার মল্লিক, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: নয়ন মিয়া, জেলা মৎস্য কর্মকর্তা ড. কায়সার মো: মইনুল ইসলাম, গাজীপুরের সহকারী কমিশনার মো: মারুফ দস্তেগীর, নদী বাঁচাও আন্দোলনের সাধারণ স¤পাদক অ্যাড: মো: আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় গাজীপুরের বিভিন্ন নদ-নদী, খাল-বিল ও পুকুর-জলাশয়ের মাত্রাতিরিক্ত দূষণ ও দখলের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং এগুলো অতিজরুরী ভিত্তিতে দুষণ ও দখলমুক্ত করতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
মন্তব্য করুন: