করেসপন্ডেন্ট, গাজীপুর
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধে লক্ষ্যে গাজীপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মোঃ জালাল উদ্দিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহানাজ আক্তার, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার ও গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার বক্তব্য রাখেন। এতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্বকারী বিভিন্ন শ্রেণি-পেশার নারীগণ অংশ নেন।
বক্তাগণ বলেন, বর্তমানে ভারতের বিজেপি নেত্রী বক্তব্যকে নিয়ে, আমাদের অনন্য অর্জন পদ্মা সেতু ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কোনো ষড়যন্ত্রকারী মহল রাতে শান্তিপূর্ণ পরিবেশ ঘোলাটে করতে না পারে সেজন্য নারীসমাজ অনন্য ভূমিকা রাখতে রাখতে হবে।
ভিডিও ...
মন্তব্য করুন: