
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় কলা পট্টি থেকে ভুরুলিয়া মারকাজ মসজিদ পর্যন্ত, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল দোকানপাট ও ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। ওইসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে সবাইকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু স্থাপনা সরিয়ে না নেওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন ফলের দোকান, চায়ের দোকান ও ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। বিভিন্ন দোকানপাট-ঘরবাড়িসহ শতাধিক অবৈধ স্থাপনা এক্সেভেটর (ভেকু) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় রেলওয়ের বিভাগীয় স্টেট অফিসার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: