করেসপন্ডেন্ট, গাজীপুর
শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ।
ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের সিইও এস এম সফিউল আলম, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মোঃ জাকির হাসান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন মহি প্রমুখ।
যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, আমি আমার বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করে যেতে চাই। আমি এমন কোন কাজ করতে চাই না যাতে আমার বাবার আত্মা কষ্ট পায়। এজন্য আমি সকলের সহযোগিতা চাই দোয়া চাই।
২০০৪ সালের ৭মে দূর্বৃত্তের গুলিতে আহসান উল্লাহ মাস্টার শহীদ হন। তিনি তৎকালীন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন।
মন্তব্য করুন: