এওয়ার্ড-এর নাম বিকৃতি করা বিলবোর্ড |
করেসপন্ডেন্ট, গাজীপুর
মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২২ পাওয়ায় গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামের সামনে এক বিলবোর্ডে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অ্যাওয়ার্ড-এর নাম বিকৃত করে “মালদাবীপ” লিখে প্রচার করা হচ্ছে। গাজীপুর জেলা ফুটবল এসাসিয়েশনের সদস্য কেএম নজরুল ইসলাম ওই বিলবোর্ডে জেলা ক্রীড়া সংস্থা গাজীপুরের পক্ষ থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপিকে এভাবেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার জানান, শহীদ বরকত স্টেডিয়ামের সামনের ওই বিলবোর্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা , প্রধানমন্ত্রী পুত্র (আইসিটি উপদেষ্টা) সজীব ওয়াজেদ জয়, শহীদ আহসান উল্লাহ মাস্টার, প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও জেলা ক্রীড়াসংস্থা, গাজীপুরের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেনের ছবি দেয়া হয়েছে। গাজীপুর শহরের কেন্দ্রস্থলের ওই স্টেডিয়ামের সামনের রাস্তা দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোক প্রতিনিয়তই যাতায়ত করেন। জনবহুল এ স্থানে স্থাপন করা বিলবোর্ডটিতে মূল অ্যাওয়ার্ডের নাম বিকৃতি করে ওই অ্যাওয়ার্ডের নাম লেখা হয়েছে “মালদাবীপ স্পোর্টিস অ্যাওয়ার্ড-২০২২”। যা অত্যন্ত দু:খজনক। এনিয়ে গাজীপুরে সমালোচনা চলছে।
এ ব্যাপারে জেলা ক্রীড়া সংস্থা, গাজীপুরের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন শুভেচ্ছা প্রদানকারীর সঙ্গে কথা বলে জানান, বিষয়টি ভুল হয়ে গেছে। বিলবোর্ড প্রিন্ট ও স্থাপন করার আগে আমাদের ভাল করে দেখা উচিৎ ছিল। তা না হওয়ায় আমরা অনুতপ্ত। তিনি জেলা ক্রীড়া সংস্থা, গাজীপুরের সদস্য নয়।
উল্লেখ্য, বাংলাদেশের ক্রীড়ার মানোন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবং পাশাপাশি মালদ্বীপের ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের অব্যাহত বিশেষ সহযোগিতার স্বীকৃতিস্বরূপ মালদ্বীপ সরকারের পক্ষ থেকে স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আসান রাসেলের হাতে ওই পুরস্কার তুলে দেন।
মন্তব্য করুন: