ছবিঃ স্বপন চন্দ্র দাস |
করেসপন্ডেন্ট, গাজীপুর
মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করব ভোটাধিকার... এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে ৪র্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যলি বের হয়। পরে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। র্যালিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
জেলা নির্বাচন কমিশনার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায়, বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম। অন্যান্যের মধ্যে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবির, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক নতুন ভোটারদের মঝে স্মার্ট কার্ড বিতরণ করেন।
মন্তব্য করুন: