ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের অভিযান |
করেসপন্ডেন্ট, মানিকগঞ্জ
মানিকগঞ্জের ঝিটকা এলাকার কয়েকটি গ্রামে রস ছাড়াই খেজুরের গুড় তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচ জনকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৬টার দিকে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল হরিরামপুর উপজেলায় ভেজালবিরোধী এই অভিযান পরিচালনা করেন। উপজেলার ঝিটকা, মজমপাড়া, গোড়াইল ও গোপিনাথপুর এলাকায় ভেজাল গুড় তৈরির কারখানার সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত।
আসাদুজ্জামান রুমেল জানান, মজমপাড়া গ্রামের মো. ককেল উদ্দিনের বাড়িতে রস ছাড়াই তৈরি হচ্ছিল খেজুরের গুড়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন মূলহোতা। এ সময় বসত ও রান্নাঘর থেকে জব্দ করা হয় গুড় তৈরির সরঞ্জাম চুন ও এক মণ ভেজাল গুড়। জব্দ সরঞ্জাম, গুড় ও চুলা ধ্বংস করা হয়। এ ছাড়া দুই হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ভেজাল গুড় তৈরির দায়ে মজমপাড়া, গোড়াইল ও মালুচি গ্রামের গাফফার, খলিল, ককেল উদ্দিন, আলাউদ্দিন ও সেন্টু মিয়াকে সর্বমোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাঁচ মণের অধিক ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। ককেল ও সেন্টু মিয়ার গুড় কারখানা স্থায়ীভাবে বন্ধ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন হরিরামপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আতাউর রহমান, ক্যাবের কার্যকরী সদস্য বিপ্লব চক্রবর্তী।
মন্তব্য করুন: