করেসপন্ডেন্ট, গাজীপুর
অনলাইনে ক্লাস না নেওয়া, অনার্সের ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়, মাসিক বেতন অগ্রিম আদায়সহ নানা অনিয়মের বিরুদ্ধে কাজী আজিম উদ্দিন কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদের বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
আজ সোমবার দুপুরে বাংলাদেশের গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জয়দেবপুর রাজবাড়ী সড়কে শিক্ষার্থীরা মানবন্ধন ও বিক্ষোভ করেন। পরে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি অঞ্জন কুমার সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবীগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।
শিক্ষার্থীরা অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও মুজিব কর্ণার না থাকা, ছাত্রীদের জন্য নামাজের স্থান না থাকা, কলেজে নিজস্ব ক্যান্টিন, লাইব্রেরীতে নতুন বই না থাকা, রবীন্দ্রনাথ ও নজরুলের জয়ন্তী পালন না করা, অনলাইনে ক্লাস না নেওয়া, অনার্সের ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়, কলেজের মনোগ্রাম না দেওয়া, উপবৃত্তির তালিকা প্রকাশ না করাসহ ২০টি অনিয়মের অভিযোগ তুলেন।
জানতে চাইলে কাজী আজিমুদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ হাওলাদার বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন।
মন্তব্য করুন: