ছবি: সংগৃহীত |
করেসপন্ডেন্ট, ঢাকা
চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সারা দেশে সরকারি-বেসরকারি সকল হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।
রবিবার (১ সেপ্টেম্বর, ২০২৪) দুপুরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ও হাসপাতালের রেজিস্ট্রার আব্দুল আহাদ।
তিনি বলেন, ‘আমরা বাধ্য হয়ে নিরাপত্তার জন্য আজ থেকে সারা দেশে কর্মবিরতিতে যাচ্ছি।’
এর আগে চিকিৎসকদের ওপর হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে সকালে ইন্টার্ন চিকিৎসক পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সব চিকিৎসক কর্মবিরতি শুরু করেন।
ফলে হাসপাতালটির জরুরি বিভাগসহ সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।
এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগি ও তাদের স্বজনরা।
এদিকে, চিকিৎসকদের এই আন্দোলনে একাত্মতা জানিয়েছেন ঢাকা মেডিকেলের নার্স ও কর্মচারীরাও।
নার্সদের পক্ষ থেকে জামাল উদ্দিন বাদশা সাংবাদিকদের বলেন, ‘আমরা চিকিৎসকদের সাথে একাত্মতা প্রকাশ করছি। আমাদের দাবি, সকল কর্মস্থলে নার্সদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জমান বলেন, ‘চিকিৎসকেরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ইন্টার্নসহ সব চিকিৎসকের সঙ্গে আলোচনায় বসেছিলাম। তবে আলোচনার পর তাঁরা কর্মবিরতির ঘোষণা দেন। কিন্তু জরুরি সেবাদান অব্যাহত আছে।’
এর আগে, শনিবার (৩১ আগস্ট, ২০২৪) দুর্ঘটনায় আহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালটিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে নিহত শিক্ষার্থীর বন্ধু-বান্ধব ও স্বজনরা বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা চালিয়ে তাদের মারপিট করেন বলে অভিযোগ করেছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। এ ঘটনার প্রতিবাদেই কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা।
মন্তব্য করুন: