ছবি: সংগৃহীত |
করেসপন্ডেন্ট, ঢাকা
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট, ২০২৪) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত ৪২ জন জনসংযোগ কর্মকর্তাকে তথ্য অধিদপ্তরে ফিরিয়ে আনা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে জনসংযোগ কর্মকর্তা হিসেবে সংযুক্তিতে কর্মরত বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সংযুক্তি প্রদানের আদেশ বাতিল করে তাদের নিজ দপ্তরে যোগদানের আদেশ দেওয়া হলো।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আজিজুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
সোমবার (৫ আগস্ট, ২০২৪) ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। তারপর থেকেই হাসিনা সরকারের নিয়োগ আদেশ বাতিল করে নতুন নতুন প্রজ্ঞাপন জারি হচ্ছে।
মন্তব্য করুন: