ছবি: সংগৃহীত |
অনলাইন ডেস্ক
রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এ ব্যাপারে মূল কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের সনাক্ত করার লক্ষ্যে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বুধবার (২৮ আগস্ট, ২০২৪) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তদন্তে শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি তদন্তাধীন থাকায় উস্কানিমূলক বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট ২০২৪ বিকালে জুরাছড়ির বনযোগীছড়া জোন কমাণ্ডার লে. কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত-কে সালাম না দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় তিনজন চাকমা পুলিশ কনস্টেবলকে মারধর এবং পরবর্তীতে জুরাছড়ি থানার ওসি সহ অন্যান্য পুলিশ সদস্যরা সেনাবাহিনীর নির্যাতনের শিকার হন।
মন্তব্য করুন: