ছবি: সংগৃহীত |
করেসপন্ডেন্ট, খাগড়াছড়ি
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে গ্রাফিতি ও দেওয়াল লিখন অঙ্কনে বাধা ও মুছে দেওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে ‘পার্বত্য অঞ্চলে বৈষম্য কেন?’, ‘আমরা ন্যায়বিচার চাই’, ‘আমরা সেনা শাসন থেকে মুক্তি চাই’ স্লোগানে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ আগস্ট, ২০২৪) সকালে খাগড়াছড়ি সদরের কলেজ গেইট এলাকা থেকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি (আদিবাসী) ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গী স্কোয়ারে গিয়ে সমাবেশ করে বিক্ষোভকারী হাজারো শিক্ষার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে বিভিন্ন শহরের দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও স্লোগান এঁকেছে সারা দেশের শিক্ষার্থীরা। গত (১২ আগস্ট, ২০২৪) খাগড়াছড়ি শহরে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা গ্রাফিতি ও দেওয়াল লিখন অঙ্কন করতে গেলে সামরিক বাহিনী বাধা দেয় এবং বিভিন্ন স্থানের গ্রাফিতি মুছে দেয়। এসময় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করা হয়। তাৎক্ষণিক প্রতিবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
মূলত ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির নিজ বাড়ি থেকে অপহৃত মানবাধিকার কর্মী ও নারীবাদী কল্পনা চাকমার ছবি অঙ্কন করতে গেলে সামরিক বাহিনী বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন বিক্ষােভরত শিক্ষার্থীরা। কল্পনা চাকমাসহ আদিবাসী অধিকার সংবলিত গ্রাফিতি ও দেওয়াল লিখন মুছে দেওয়া হচ্ছে বলেও জানান সমাবেশের বক্তারা।
সমাবেশে বক্তারা বৈষম্যহীন পার্বত্য চট্টগ্রামের আশা ব্যক্ত করেন। সমাবেশ থেকে চাকরি, সুচিকিৎসা ইত্যাদি উন্নয়নসহ পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে দুর্নীতিমুক্ত জেলা পরিষদ কাঠামো গঠনের পাশাপাশি জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।
মন্তব্য করুন: