করেসপন্ডেন্ট, ঢাকা
রাজনৈতিক দল কীভাবে রাজনীতি করবে তার জন্য আইন করা হবে। সে আইন মেনে যারা রাজনীতি করবেন, তারা পার্টি পরিচালনা করতে পারবেন। আর যারা মানবেন না, তারা রাজনীতি করতে পারবেন না। এজন্য আইন করার উদ্যোগ নেওয়া হয়েছ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।
আজ রবিবার (১১ আগস্ট, ২০২৪) দুপুরে সচিবালয়ে প্রথম অফিস করতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কয়েকটি জায়গায় অনুরোধ করেছি, একটা অ্যাক্ট (রাজনৈতিক দল আইন) তৈরি করে ড্রাফটটা আমাদের দেন। আমরা আলাপ করব, আমি এটার ওপর জোর দেব। কারণ, আমার এ ব্যাপারে অভিজ্ঞতা আছে। আপনি পলিটিক্যাল পার্টি করবেন এ দেশে, আপনাকে রেজিস্টার করতে হবে। আপনি ইচ্ছা করলেই দল খুললেন আর চাঁদাবাজি শুরু করলেন—এটা আর হবে না। অবশ্যই নিবন্ধন করতে হবে।’
উপদেষ্টা বলেন, ‘অলরেডি আমরা অনেক রক্ত দিয়েছি। প্রায় এক হাজার লোক রক্ত দিয়েছে। পুলিশও রক্ত দিয়েছে।’
এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আর চাটুকারিতা, মাই গড! এ দেশে চাটুকারিতায় ভরে গেছে। মিডিয়া পর্যন্ত চাটুকারিতা করে। এই দেশ আপনাদের, মিডিয়ার দেশ। আপনারা যদি আপনাদের কর্তব্য পালন না করেন, আমাদের পক্ষে, মুষ্টিমেয় লোকের পক্ষে দেশ চালানো সম্ভব না।’
এ সময় সাংবাদিকেরা জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনের নাম উল্লেখ না করে আওয়ামী লীগের সরকারের আমলে নিষিদ্ধ করা দল সম্পর্কে এই সরকারের পদক্ষেপ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেটা রাজনৈতিক বিষয়।’
রাজনৈতিক দল কীভাবে রাজনীতি করবে তার জন্য আইন করা হবে। সে আইন মেনে যারা রাজনীতি করবেন, তারা পার্টি পরিচালনা করতে পারবেন। আর যারা মানবেন না, তারা রাজনীতি করতে পারবেন না। এজন্য আইন করার উদ্যোগ নেওয়া হয়েছ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।
আজ রবিবার (১১ আগস্ট, ২০২৪) দুপুরে সচিবালয়ে প্রথম অফিস করতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কয়েকটি জায়গায় অনুরোধ করেছি, একটা অ্যাক্ট (রাজনৈতিক দল আইন) তৈরি করে ড্রাফটটা আমাদের দেন। আমরা আলাপ করব, আমি এটার ওপর জোর দেব। কারণ, আমার এ ব্যাপারে অভিজ্ঞতা আছে। আপনি পলিটিক্যাল পার্টি করবেন এ দেশে, আপনাকে রেজিস্টার করতে হবে। আপনি ইচ্ছা করলেই দল খুললেন আর চাঁদাবাজি শুরু করলেন—এটা আর হবে না। অবশ্যই নিবন্ধন করতে হবে।’
উপদেষ্টা বলেন, ‘অলরেডি আমরা অনেক রক্ত দিয়েছি। প্রায় এক হাজার লোক রক্ত দিয়েছে। পুলিশও রক্ত দিয়েছে।’
এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আর চাটুকারিতা, মাই গড! এ দেশে চাটুকারিতায় ভরে গেছে। মিডিয়া পর্যন্ত চাটুকারিতা করে। এই দেশ আপনাদের, মিডিয়ার দেশ। আপনারা যদি আপনাদের কর্তব্য পালন না করেন, আমাদের পক্ষে, মুষ্টিমেয় লোকের পক্ষে দেশ চালানো সম্ভব না।’
এ সময় সাংবাদিকেরা জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনের নাম উল্লেখ না করে আওয়ামী লীগের সরকারের আমলে নিষিদ্ধ করা দল সম্পর্কে এই সরকারের পদক্ষেপ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেটা রাজনৈতিক বিষয়।’
মন্তব্য করুন: