নিহত বিউটি পার্লারের মালিক ও বিউটিশিয়ান রুবিনা আক্তার। (ফাইল ছবি) |
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরে হাত-পা বেঁধে পার্লারের মালিক এক বিউটিশিয়ানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রবিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর সদর থানাধীন আদাবৈ এলাকায় তার বিউটি পার্লারের (রাজকন্যা বিউটি পার্লার) কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম- রুবিনা আক্তার (২৪)। সে গাজীপুর মহানগরীর সদর থানাধীন আদাবৈ এলাকার আব্দুস ছালাম তালুকদারের মেয়ে। তার স্বামী মৃদুল ঘোষ সদর উপজেলার জয়দেবপুর থানাধীন খুদে বর্মী এলাকার নিতাই ঘোষের ছেলে।
সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, প্রায় বছর খানেক আগে হিন্দু সম্প্রদায়ের যুবক মৃদুল ঘোষকে ভালোবেসে বিয়ে করেন বিউটিশিয়ান রুবিনা আক্তার। রুবিনা মহানগরীর সদর থানাধীন আদাবৈ এলাকায় জয়দেবপুর-কলের বাজার সড়কের পাশে নিজেদের পৈত্রিক জমিতে ‘রাজকন্যা বিউটি পার্লার’ প্রতিষ্ঠা করে ব্যবসা করে আসছিলেন। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি পার্লারের পেছনের একটি কক্ষে একা থাকতেন।
তিনি জানান, রবিবার মেয়ের জন্য রাতের খাবার নিয়ে ওই পার্লারে যান রুবিনার মা। এ সময় তিনি মেঝেতে পড়ে থাকা রুবিনার লাশ দেখতে পান। নিহতের দু’পা কাপড়ের টুকরো দিয়ে এবং দু’হাত গামছা দিয়ে পিঠমোড়া করে বাঁধা ছিল। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
দিবাগত রাতে হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান। তবে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।
গাজীপুরে হাত-পা বেঁধে পার্লারের মালিক এক বিউটিশিয়ানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রবিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর সদর থানাধীন আদাবৈ এলাকায় তার বিউটি পার্লারের (রাজকন্যা বিউটি পার্লার) কক্ষ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম- রুবিনা আক্তার (২৪)। সে গাজীপুর মহানগরীর সদর থানাধীন আদাবৈ এলাকার আব্দুস ছালাম তালুকদারের মেয়ে। তার স্বামী মৃদুল ঘোষ সদর উপজেলার জয়দেবপুর থানাধীন খুদে বর্মী এলাকার নিতাই ঘোষের ছেলে।
সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, প্রায় বছর খানেক আগে হিন্দু সম্প্রদায়ের যুবক মৃদুল ঘোষকে ভালোবেসে বিয়ে করেন বিউটিশিয়ান রুবিনা আক্তার। রুবিনা মহানগরীর সদর থানাধীন আদাবৈ এলাকায় জয়দেবপুর-কলের বাজার সড়কের পাশে নিজেদের পৈত্রিক জমিতে ‘রাজকন্যা বিউটি পার্লার’ প্রতিষ্ঠা করে ব্যবসা করে আসছিলেন। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি পার্লারের পেছনের একটি কক্ষে একা থাকতেন।
তিনি জানান, রবিবার মেয়ের জন্য রাতের খাবার নিয়ে ওই পার্লারে যান রুবিনার মা। এ সময় তিনি মেঝেতে পড়ে থাকা রুবিনার লাশ দেখতে পান। নিহতের দু’পা কাপড়ের টুকরো দিয়ে এবং দু’হাত গামছা দিয়ে পিঠমোড়া করে বাঁধা ছিল। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১০টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
দিবাগত রাতে হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান। তবে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।
মন্তব্য করুন: