করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকার তুরাগ নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব পালিত হয়েছে। আজ বুধবার ভোর থেকে দিনব্যাপী তুরাগ নদীর ঘাটে পুণ্যস্নানে পাপ মোচনের আশায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার পুণ্যার্থী স্নানে যোগ দেন।
সার্বজনীন শ্রী শ্রী গৌর হরি মন্দির, পালপাড়ার আয়োজনে মহা অষ্টমীর স্নান তুরাগ ও বংশী নদীর মোহনায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। অষ্টমীর স্নান উপলক্ষে স্নানের ঘাটসহ কালিয়াকৈর বাজারে বসানো হয়েছে ঐতিহ্যবাহী অষ্টমীর বিশাল মেলা। মেলায় রয়েছে হরেক রকম মৃৎ ও লোকজ পণ্যসামগ্রী, মিষ্টি, ফিন্নি, ধই, চিড়া, বাতাসা, পিয়াজু নানা রকমের খাবারের সমারোহ।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, সার্বজনীন শ্রী শ্রী গৌর হরি মন্দিরের সভাপতি শ্রী গৌর চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক শ্রী শংকর চন্দ্র পাল। পূজা উদযাপন পরিষদ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি বাবু অজিত সাহা, বাংলাদেশ হিন্দু পরিষদের কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি বাবু সুকুমল সাহা ও সাধারণ সম্পাদক পার্থ সরকার প্রমুখ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকার তুরাগ নদীতে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব পালিত হয়েছে। আজ বুধবার ভোর থেকে দিনব্যাপী তুরাগ নদীর ঘাটে পুণ্যস্নানে পাপ মোচনের আশায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার পুণ্যার্থী স্নানে যোগ দেন।
সার্বজনীন শ্রী শ্রী গৌর হরি মন্দির, পালপাড়ার আয়োজনে মহা অষ্টমীর স্নান তুরাগ ও বংশী নদীর মোহনায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। অষ্টমীর স্নান উপলক্ষে স্নানের ঘাটসহ কালিয়াকৈর বাজারে বসানো হয়েছে ঐতিহ্যবাহী অষ্টমীর বিশাল মেলা। মেলায় রয়েছে হরেক রকম মৃৎ ও লোকজ পণ্যসামগ্রী, মিষ্টি, ফিন্নি, ধই, চিড়া, বাতাসা, পিয়াজু নানা রকমের খাবারের সমারোহ।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, সার্বজনীন শ্রী শ্রী গৌর হরি মন্দিরের সভাপতি শ্রী গৌর চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক শ্রী শংকর চন্দ্র পাল। পূজা উদযাপন পরিষদ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি বাবু অজিত সাহা, বাংলাদেশ হিন্দু পরিষদের কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি বাবু সুকুমল সাহা ও সাধারণ সম্পাদক পার্থ সরকার প্রমুখ।
মন্তব্য করুন: