
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক পোশাক শ্রমিককে বাসা থেকে ফোনে ডেকে নিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মো. আলামিন (২৬), উপজেলার রাজেন্দ্রপুর এলাকার একটি কারখানার পোশাক কর্মী ছিলেন। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার বরইহাটি এলাকার মো. মমতাজ মোড়লের ছেলে।
নিহতের চাচাতো ভাই আব্দুল হাই মিয়া হিরণ জানান, আলামিন রাজেন্দ্রপুরের সাটিয়াবাড়ি এলাকায় ভাড়া থেকে ডার্ট কারখানায় চাকুরি করতো। স্থানীয় কিছু বখাটে যুবক তাকে বিভিন্ন সময় উত্যক্ত করতো। তাকে বিভিন্নভাবে ব্লাকমেইল করে টাকা হাতিয়ে নিতো। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার এক নারী সহকর্মীর মাধ্যমে মোবাইল ফোনে আলামিনকে স্থানীয় সাইফুল ইসলামের বাড়িতে ডেকে নেয়া হয়। ওই সহকর্মী সাইফুল ইসলামের বাড়ির ভাড়াটে। পরে সেখান থেকে কতিপয় বখাটে আলামিনকে পাশের বাগানে নিয়ে মারধর করে চলে যায়। অচেতন অবস্থায় এলাকাবাসী আলামিনকে পরে থাকতে দেখে আলামিনের বোন রোজিনা খাতুনকে খবর জানায়। পরে হাসাপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি পুলিশকে জানানো হয়।
শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, তালাকপ্রাপ্ত এক নারী সহকর্মীর সঙ্গে আলামিন কয়েক মাস ধরে পরকিয়া জড়িয়ে পড়েন। বিভিন্ন অজুহাতে আলামিন ওই নারীর ভাড়া বাসায় যেতো। পরবর্তীতে আলামিন বিবাহিত ও তার সন্তান রয়েছে জানলে ওই নারী সহকর্মী তাকে এ বাসায় আসতে বারন করেন। তারপরও আলামিন মাঝে মধ্যে ওই বাড়ি যেত এবং তাকে উত্যক্ত করতো। বিষয়টি এলাকাবাসী জানাজানি হওয়ার পর সোমবার রাতে আবারো আলামিন ওই নারীর বাসায় যায়। এসময় ওই নারী ডাকচিৎকার শুরু করলে এলাকাবাসী তাকে উত্তম-মাধ্যম দিয়ে ছেড়ে দেয়। পরে স্থানীয়রা তাকে প্রথমে রাজেন্দ্রপুর ক্লিনিকে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য করুন: