
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা সংস্থা ’লিগ্যাল এইড’ এ বছর প্রথম ৮ মাসে বিকল্প পদ্ধতিতে ৭৬টি আবেদনকারীর বিরোধ নিষ্পত্তি করেছে। এ সময়ে ৩১ লাখ ৬৮হাজার ৫০০টাকাও আদায় কর্ াহয়েছে এবং ৫৫১জনকে আইনী পরামর্শও দেয়া হয়েছে।
গাজীপুর লিগ্যাল এইড অফিসার (সহকারি জজ) সুমাইয়া রহমান জানান, এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৪৭৯টি আবেদন জমা পড়েছে। তাদের মধ্যে ফৌজদারী ১২৭টি, দেওয়ানী ৭৯টি এবং পারিবারিক বিষয়ে ২৭৩টি আবেদন জমা পড়ে গাজীপুর জেলা লিগ্যাল এইড অফিসে। তার মধ্যে ৭৬টি আবেদনকারীর বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। আবেদনকারীর কাছ থেকে অর্থ আদায় হয়েছে ৩১ লাখ ৬৮হাজার ৫০০টাকা। ৫৫১জনকে আইনী পরামর্শও দেয়া হয়েছে।
গত অর্থ বছরের আগস্ট মাস পর্যন্ত আবেদন সংখ্যা ছিল ৩৪৫টি এবং বিরোধ নিষ্পত্তি হয়েছিল ৬৪টির। অর্থ আদায় হয়েছিল ২৯লাখ ৩৯হাজার ৪০০টাকা।
মন্তব্য করুন: