
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর সদর উপজেলায় ইউপি সদস্যসহ চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মির্জাপুর ইউনিয়নের ডগরী নয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- মির্জাপুর ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় মৃত আ. রাজ্জাকের ছেলে মহসিন হোসেন (৪০), মৃত শুকুম উদ্দিনের ছেলে আতাবর (৪০), কফিল উদ্দিনের ছেলে জাকির হোসেন (৩৮), মৃত আ. বারেকের ছেলে সানোয়ার হোসেন (৪২)।
জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন: