করেসপন্ডেন্ট, গাজীপুর
‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের মত এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে গাজীপুরে বৃহস্পতিবার (২৮ এপ্রিল ২০২২) জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে সকাল সাড়ে আট টায়, জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি ও সিনিয়র জেলা ও দায়রা জজ, গাজীপুরের আয়োজনে সকাল সাড়ে আটটায় বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্ভোধন করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম। এ সময় গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম, জিএমপির উপ পুলিশ কমিশনার জাকির হাসান, গাজীপুর আইনজীবি সমিতির সভাপতি সুদিপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ প্রিন্স, অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত আবেদা সুলতানা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত মো: বাহাউদ্দিন, পিপি আমজাদ হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে একটি র্যালি জেলা শহরের প্রধন সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে জেলা জজ ও ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, আইনজীবী ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে চার টায় আদালত ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, প্রামান্যচিত্র প্রদর্শনী এবং লিগ্যাল এইড, গাজীপুর অফিসের সার্বিক কার্যক্রম সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শনী, এবং শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের ক্রেষ্ট প্রদান করা হয়।
জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, জিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ খান, পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম, গাজীপুর আইনজীবি সমিতির সভাপতি সুদিপ চক্রবর্তী প্রমুখ। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন: