হাতিম গ্রুপের বার্ষিক সম্মেলনের একটি মুহূর্ত। |
করেসপন্ডেন্ট, গাজীপুর
“লক্ষ্যের পথে-চলি এক সাথে” এই স্লোগানকে সামনে রেখে হাতিম গ্রুপের বার্ষিক সম্মেলন গাজীপুরের পুবাইলের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ ২০২২) দিনব্যাপী অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন হাতিম গ্রুপের চেয়ারম্যান সাব্বির হোসেন।
অতিথিদের সঙ্গে হাতিম গ্রুপের জি.এম ফাইন্যান্স এন্ড একাউন্টস মোহাম্মদ মোর্শেদ আলম ও গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার। |
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী আজগর, জি.এম (ফাইন্যান্স এন্ড একাউন্টস) মোহাম্মদ মোর্শেদ আলম ও জি.এম (সেলস্ এন্ড মার্কেটিং) মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিল্পায়ন, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ভবিষ্যতে নতুন বিনিয়োগ, নতুন নতুন পণ্য সংযোজন, পন্যের গুনগত মান বজায় রাখা, আন্তর্জাতিক বাজারে পন্য রপ্তানির পরিকল্পনাসহ ডিলারদের সামনে ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন।
হাতিম গ্রুপের বার্ষিক সম্মেলনে অনুষ্ঠানে কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও সারা বাংলাদেশের হাতিম গ্রুপের পরিবেশকরা উপস্থিত ছিলেন। |
এ সময় অনুষ্ঠানে কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও সারা বাংলাদেশের হাতিম গ্রুপের পরিবেশকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভিডেয়োঃ
মন্তব্য করুন: