করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।
জাতীয় এ দিবসটি উদযাপন উপলক্ষে সকালে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, পুলিশ কমিশনার লুৎফুল কবির, পুলিশ সুপার এস, এম শফিউল্লাহ বিপিএমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা। পরে ভাওয়াল সম্মেলন কক্ষে অনলাইনে যুক্ত হয়ে ঐতিহসিক ৭ মার্চের কেন্দ্রিয় কর্মসূচি অনুষ্ঠান উপভোগ শেষে নাট মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার জাকির হাসান প্রমুখ। আলোচনা সভায় গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, রাহিম সরকার, সদর উপজেলা চেয়ারম্যান এড রিনা পারভীন প্রমুখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন: