নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন |
ডেইলি নিউজ ডেস্ক
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ জারি করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। বিধিনিষেধ মানতে রবিবার (২৩ জানুয়ারি) নিজের বিয়েও স্থগিতের ঘোষণা দিয়েছেন তিনি।
নিউজিল্যান্ড সরকার নতুন বিধিনিষেধে কেবল দুই ডোজ টিকা নিয়েছেন এমন ১০০ জনকে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে।
বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার পথে একই পরিবারের নয়জন ওমিক্রনে আক্রান্ত হন। তারা যে বিমানে ভ্রমণ করেছিলেন, সেখানকার একজন কর্মীও ওমিক্রনে আক্রান্ত হন। এরপর শনিবার মধ্যরাত থেকে নিউজিল্যান্ডে বিধিনিষেধ জারি করা হয়।
বিধিনিষেধ সম্পর্কে প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন, আমার বিয়েও হবে না। মহামারির ঠেকাতে বিধিনিষেধের জন্য এ ধরনের অভিজ্ঞতা যাদের আগে হয়েছে, আমিও তাদের দলে যোগ দিলাম। আমি খুবই দুঃখিত।
জেসিন্ডা আরডার্ন ও তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ড বিয়ের তারিখের ঘোষণা দেননি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা বিয়ের তারিখ ঘোষণা করবেন ধারণা করা হয়েছিল। নতুন বিধিনিষেধের কারণে আগামী মাসের পরে তাদের বিয়ের তারিখ ঘোষণা করা হতে পারে।
বিয়ের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় কেমন অনুভূতি হচ্ছে জানতে চাইলে জেসিন্ডা বলেন, জীবন এমনই। নিউজিল্যান্ডের হাজারো নাগরিকের থেকে আমি আলাদা নই। মহামারির কারণে অনেকের জীবনে হয়তো আরও বড় প্রভাব পড়েছে। গুরুতর অসুস্থতার সময় প্রিয়জনের পাশে থাকতে না পারা সবচেয়ে বেশি দুঃখের। এটি যেকোনো দুঃখকে ছাড়িয়ে যায়। সূত্র : এএফপি
মন্তব্য করুন: