
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনাটি দুঃখজনক বলেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল।
আজ শুক্রবার টঙ্গী প্রেসক্লাবে গাজীপুর মহানগর আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।
আতাউল্লাহ মণ্ডল বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় টঙ্গীতে কে বা কারা তার সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের গাড়িতে হামলা করেছে তার দায় তিনি নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান ও মহানগর আওয়ামী লীগের ওপর চাপাচ্ছেন। আমরা বলতে পারি, যারা গাড়িতে হামলা করেছেন তারা আমাদের (মহানগর আ. লীগ) কেউ নন।’
তিনি বলেন, ‘তিনি মহানগর আ. লীগের পদে থাকাকালীন বিএনপি, জামাত ও জাতীয় পার্টি থেকে লোকজন এনে দলীয় পদে বসিয়েছিলেন। আজ হয়তো সেসব লোকজন তার ওপর হামলা করেছে।
তবে দলের বদনাম হয় এমন কোনো কাজ করলে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। শুনেছি দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও শাস্তি দেওয়া হোক।’
আ. লীগের এ নেতা বলেন, ‘জাহাঙ্গীর আলম মহানগর আ. লীগের সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।’
আতাউল্লাহ মণ্ডল আরও বলেন, ‘জাহাঙ্গীর আলমকে প্রাণনাশের হুমকি সেই সঙ্গে যে কোন সময় তিনি মারা যেতে পারেন বলে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে তিনি নানা মিথ্যাচার করছেন। ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ, গাজীপুর চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার সাদাত প্রমুখ।
এর আগে সকালে গাজীপুরের ছয়দানা এলাকার নিজ বাড়িতে হত্যাচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তার পরই মহানগর আ. লীগের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনাটি দুঃখজনক বলেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল।
আজ শুক্রবার টঙ্গী প্রেসক্লাবে গাজীপুর মহানগর আওয়ামী লীগের এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।
আতাউল্লাহ মণ্ডল বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় টঙ্গীতে কে বা কারা তার সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের গাড়িতে হামলা করেছে তার দায় তিনি নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান ও মহানগর আওয়ামী লীগের ওপর চাপাচ্ছেন। আমরা বলতে পারি, যারা গাড়িতে হামলা করেছেন তারা আমাদের (মহানগর আ. লীগ) কেউ নন।’
তিনি বলেন, ‘তিনি মহানগর আ. লীগের পদে থাকাকালীন বিএনপি, জামাত ও জাতীয় পার্টি থেকে লোকজন এনে দলীয় পদে বসিয়েছিলেন। আজ হয়তো সেসব লোকজন তার ওপর হামলা করেছে।
তবে দলের বদনাম হয় এমন কোনো কাজ করলে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। শুনেছি দুজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও শাস্তি দেওয়া হোক।’
আ. লীগের এ নেতা বলেন, ‘জাহাঙ্গীর আলম মহানগর আ. লীগের সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।’
আতাউল্লাহ মণ্ডল আরও বলেন, ‘জাহাঙ্গীর আলমকে প্রাণনাশের হুমকি সেই সঙ্গে যে কোন সময় তিনি মারা যেতে পারেন বলে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে তিনি নানা মিথ্যাচার করছেন। ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ, গাজীপুর চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার সাদাত প্রমুখ।
এর আগে সকালে গাজীপুরের ছয়দানা এলাকার নিজ বাড়িতে হত্যাচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তার পরই মহানগর আ. লীগের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্তব্য করুন: