
করেসপন্ডেন্ট, গাজীপুর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিকের) সাময়িক বরখাস্ত মেয়র এ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের গ্রেফতার ও বিচার দাবীতে গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে একযোগে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, কৃষকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা জাহাঙ্গীরকে বিএনপি জামাতের এজেন্ট আখ্যায়িত করে তাকে দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবি জানান।

গতকাল সোমবার সোমবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ কর্মসূচী মহানগর আওয়ামী লীগ কাযালয়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া,বোর্ড বাজার, গাছা, টঙ্গীর হোসেন মার্কেট এবং টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা প্রভৃতি এলাকায় একযোগে পালিত হয়। গাজীপুর মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবি লীগ, কৃষকলীগের নেতাকর্মীসহ হাজার হাজার বিভিন্ন বয়সী মানুষ মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল সহকারে এসে এ মানববন্ধনে অংশ নেন। এসময় তারা বঙ্গবন্ধুর বাংলায় কটুক্তিকারীর ঠাই নাই, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে অবমাননাকর বক্তব্য প্রদানকারী জাহাঙ্গীর বিএনপি জামাতের এজেন্ট আখ্যায়িত, তাঁর গ্রেফতার ও বিচার চাই প্রভৃতি শ্লোগান দেয়া হয়।
গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জয়দেবপুর-রাজবাড়ী সড়কে অনুষ্ঠিত কর্মসূচীতে অন্যান্যের মধ্যে অংশ নিয়ে বক্তব্য রাখেন কম,,গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর শাহাজাহান মিয়া সাজু, সাংবাদিক নেতা রহিম সরকার, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিত কুমার মল্লিক বাবু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, নাসির উদ্দিন মোল্লা, আওয়ামীলীগ নেতা আইয়ুব রানা, মহানগর মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক শওগত আলম, থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মিয়া, কাজী আজিমউদ্দিন কলেজে ছাত্রলীগের সভাপতি নাহিদ মোড়ল ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য সাইফুল্লাহ শাওন প্রমূখ।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মধুমিতা এলাকায় মানববন্ধনে গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর আবুল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিলে অংশ নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে। তারা মহাসড়কে ঘন্টাব্যাপি মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করে। এতে ঢাকামূখি সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,ওয়ার্ড যুবলীগ নেতা রাসেদ খান,সেতু সরকার,সরকার রুমি,ওয়ার্ড ছাত্রলীগ নেতা,আব্দুল রহমান পিংকু,নিলয়,নিক্কন প্রমূখ বক্তব্য রাখেন।
গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের নেতৃত্বের টঙ্গী বাজার,টঙ্গী কলেজ গেইট এলাকায় যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা ও হোসেন মার্কেট এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লার নেতৃত্বে পৃথক তিনটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে গত বছরের ১৯ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করে।
পরে ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে জাহাঙ্গীর আলমকে নানাবিধ অনিয়ম ও দুর্ণীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করে। পরে প্যানেল মেয়র মো. আসাদুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। ওইদিন জাহাঙ্গীরের অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়।
একই অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ৮টি মামলা হয়। এসব মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। অপরদিকে, মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলম রিট দায়ের করলে গত ২৩ আগস্ট রুল জারি হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদেরকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ভিডিও ...
মন্তব্য করুন: