
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর মহানগর আওয়ামী লীগ থেকে বহিস্কৃত ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তকৃত মো. জাহাঙ্গীর আলমের ছবি নগর ভবন থেকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার, (২৭ মার্চ, ২০২২) সকাল ১০টায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদ এ মানববন্ধন ও বিক্ষোভ করে।

মানববন্ধন ও বিক্ষোভে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের সভাপতি আতিক মাহমুদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নূরনবী সরদার, সহ প্রচার সম্পাদক টুটুল তালুকদার, নির্বাহী সদস্য আলমগীর হোসেন, আশরাফুল আলম, কবির হোসেন, সাধারণ সদস্য বিন্দু প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের সভাপতি আতিক মাহমুদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটাক্ষ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী - গাজীপুর মহানগর আওয়ামী লীগ থেকে বহিস্কৃত ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তকৃত মো. জাহাঙ্গীর আলমের ছবি এখনো নগর ভবন ও গাসিকের জোনাল অফিসগুলো থেকে অপসারণ না করায় নাগরিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি অবিলম্বে সাময়িক বরখাস্তকৃত ও বহিস্কৃত জাহাঙ্গীরের ছবি নগর ভবন ও গাসিকের জোনাল অফিসগুলো থেকে অপসারণ করার দাবি জানান।
মন্তব্য করুন: