জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে নিয়ে কটূক্তি করার দায়ে দলীয় পদ হারানোর পর ২০ নভেম্বর, ২০২১ সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাহাঙ্গীর আলম কান্নায় ভেঙে পড়েন। - ফাইল ফটো |
করেসপন্ডেন্ট, গাজীপুর
গাজীপুর আদালতে চলমান একটি মানহানি মামলাকে কেন্দ্র করে মামলাটির আইনজীবী নূরনবী সরদারকে হুমকি দিয়েছেন বলে উল্লেখ করে গাজীপুর মহানগর আওয়ামী লীগ থেকে বহিস্কৃত ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তকৃত মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় সাধারণ ডায়েরি হয়েছে।
আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের সভাপতি আতিক মাহমুদ বাদী হয়ে রোববার (২০ ফেব্রুয়ারি, ২০২২) এ সাধারণ ডায়েরি করেন। প্রসঙ্গত, এই আতিক মাহমুদ মানহানি মামলাটিরও বাদী।
সাধারণ ডায়েরি উল্লেখ করা হয়, মানহানি মামলাটির আইনজীবি নূরনবী সরদার ও বাদী আতিক মাহমুদ তাঁর অফিসে বসে মানহানি মামলাটির বিষয়ে আলোচনারত অবস্থায় মানহানি মামলাটির আসামী জাহাঙ্গীর আলম তার মোবাইল ফোনের মাধ্যমে আইনজীবি নূরনবী সরদার কল দিয়ে তাকে হুমকি দেন ও আতিক মাহমুদ সম্পর্কে কটূক্তিমূলক কথাবার্তা বলেন।
এছাড়াও অজ্ঞাতনামা একজন ব্যক্তি নিজেকে জাহাঙ্গীর আলমের বডিগার্ড পরিচয় দিয়ে আইনজীবী নূরনবী সরদারের মোবাইল ফোনে কল করে তাঁকে (আইনজীবী নূরনবী সরদার) তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন।
এ সাধারণ ডায়েরি প্রসঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাসন থানায় এসআই সাখাওয়াত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্তব্য করুন: